কোর্স ওভারভিউ
কত্থক একটি ভারতীয় ধ্রুপদী নৃত্যকলা যা উত্তরপ্রদেশ রাজ্যে উদ্ভব হয়েছে। কত্থক নামটি এসেছে “কথা” শব্দ থেকে যার অর্থ গল্প। নৃত্য আর গল্প এই দুই মিলে জন্ম দেয় “কত্থক” নৃত্যের। ভারতবর্ষের কত্থক নৃত্যের অস্তিত্ব ৪০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে পাওয়া যায়। NRB PBO স্কুল অব আর্টস-এর কত্থক নৃত্যের কোর্স অভিজ্ঞ ও প্রসিদ্ধ কত্থকশিল্পী ও প্রশিক্ষকের অধীনে যত্ন সহকারে শেখানোর প্রচেষ্টা নিয়েছে।