কোর্স ওভারভিউ
বাঁশি বা বাঁশরি হলো দক্ষিণ এশিয়ার এক ধরনের বাদ্যযন্ত্রবিশেষ। বাংলায় বাঁশি শব্দটি সংস্কৃত শব্দ বংশী থেকে এসেছে। আবার ওই বংশী শব্দের উৎপত্তি হয়েছে বংশ থেকে, যার অর্থ বাঁশ। বাঁশ দিয়ে তৈরি হতো বলে এর নাম বাঁশি। আমাদের দেশীয় যন্ত্রসংগীতের জগতে বাঁশি এক অবিচ্ছেদ্য জায়গা দখল করে আছে। দেশাত্মবোধক ও লোকগানে বাঁশি একটি অপরিহার্য সুরযন্ত্র।