কোর্স ওভারভিউ
পাশ্চাত্য থেকে আসা বেহালা ভারতবর্ষের নিজস্ব যন্ত্র না হলেও এটি দেশীয় যন্ত্রসংগীতে খুবই জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র। ইতালীয় ‘ভিয়ালো’ শব্দের অপভ্রংশ হিসেবে ‘বেহালা’ শব্দটি প্রচলিত হয়েছে। মুঘল আমলে পাশ্চাত্য বণিকরা এ যন্ত্র এদেশে নিয়ে আসেন এবং ক্রমে তা জনপ্রিয়তা লাভ করে। রাগসঙ্গীত ও লোকসঙ্গীত উভয় ক্ষেত্রেই বেহালা বাদন হয়।