কোর্স ওভারভিউ
ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের এক বিশেষ ধরণের কলা হলো মণিপুরী নৃত্য। এটি মূলতঃ ঈশ্বর আরাধনার নাচ। উত্তর-পূর্ব ভারতের ছোট্ট রাজ্য মণিপুর থেকে এই নৃত্যকলার উত্পত্তি। মণিপুরী একটি অত্যন্ত জনপ্রিয় আন্তর্জাতিক মানের নৃত্য। এই নৃত্যশৈলী প্রধানত ভক্তিমূলক হলেও এতে বহু জটিল তাল ব্যবহার করা হয়। বর্তমানে মণিপুরী নৃত্যের জনপ্রিয়তা ও মঞ্চে এর উপযোগিতা বিবেচনা করে NRB PBO স্কুল অব আর্টস এই নৃত্যকলার উপর কোর্স চালু করেছে।