কোর্স ওভারভিউ
কোর্স কন্টেন্ট
- বর্ণমালা পরিচিত ও প্রমিত উচ্চারণ
- আরবি, ফারসি, সংস্কৃত ও প্রাকৃতের সাথে বাংলা বর্ণের সম্পর্ক
- বর্ণ থেকে শব্দ হয়ে পরিণত বাক্যের উচ্চারণ ধরন
- শুদ্ধ উচ্চারণ আয়ত্বের সুবর্ণ সুত্র
- শুদ্ধ উচ্চারণ সুত্রাবলি
- প্রমিত উচ্চারণ পদ্ধতি
- ব্রজবুলীর ইতিহাস ও পাঠরীতি
- চর্যাপদের ইতিহাস ও পাঠরীতি
- ভাষার সহজ প্রকাশ, পয়োগ ও প্রণয়ন
- উচারণ রীতি ও পরিবর্তন ধারা।
- স্বর-সাধনা : স্বরধ্বনির সাহায্যে উচ্চারণ জড়তা দূরীকরণ।
- জড়তা কাটানো।
- শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ প্রক্রিয়া।
- মনোজড়তা বিমুক্তিকরণ : লোকছড়া চর্চার সাহায্যে স্বর, শরীর ও মনের জড়তামুক্তি
- ছন্দ পরিচয় ও বিশ্লেষণ : বাংলা কবিতার প্রধান প্রধান ছন্দ সম্পর্কে প্রাথমিক ধারণা
- কবিতার আবৃত্তি অনুশীলন : আবৃত্তি চর্চার প্রস্তুতিমূলক ধাপসমূহ
- কবিতার আবৃত্তি অনুশীলন : আবৃত্তি নির্মাণ ও বিশ্লেষণ
- মানব মনের ভাবসমূহ ও রস সম্পর্কে ধারণ
প্রশিক্ষক
মীর বরকত
আবৃত্তিশিল্পী, নাট্যনির্দেশক ও প্রশিক্ষক
মীর বরকত ১৯৫৮ সালের ১লা জুলাই ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন।আবৃত্তিশিল্পী,নির্দেশক ও প্রশিক্ষক এবং নাট্যনির্দেশক।প্রায় অর্ধশতাধিক আবৃত্তি ও শ্রুতিনাটক প্রযোজনা এবং পাঁচটি মঞ্চনাটকের নির্দেশনা দেন।দেশে-বিদেশে বহু সংগঠন,প্রতিষ্ঠান,গণমাধ্যম ও শিক্ষা প্রতিষ্ঠানে আবৃত্তি,নাটক ও উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে চলেছেন।কণ্ঠশীলনের অধ্যক্ষ,কল্পরেখার সভাপতি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি। ইউনিসেফ থেকে মিনা মিডিয়া অ্যাওয়ার্ড,চয়ন সাহিত্য ক্লাব স্বর্ণপদক, সোনালী ব্যাংক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্মাননা, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন 'ধ্বনি' কতৃক গুণীজন সম্মাননা,রাসমোহন ভৌমিক স্মৃতি সম্মাননা,পদক্ষেপ বাংলাদেশ সম্মাননা পদকসহ অসংখ্য পদক ও সম্মাননা লাভ করেছেন।দেশ টিভির ধারাবাহিক গল্পানুষ্ঠান 'কল্পলোকের গল্পকথা'র যৌথ নির্দেশক ছিলেন।'আবৃত্তির ক্লাস', আবৃত্তির কথা ও কবিতা' 'তিন টুকরো ছেঁড়া কাগজ' এবং 'মীরনামা' গ্রন্থ চারটি তার উল্লেখযোগ্য প্রকাশনা।