কোর্স ওভারভিউ
সংগীতে তাল ও মাত্রা রক্ষার একপ্রকার বাদ্যযন্ত্র তবলা। এটি এক সময় তলমৃদঙ্গ নামে পরিচিত ছিল। আঙ্গুল দ্বারা বাজানো হয় বলে এটি টংকারযন্ত্র নামেও অভিহিত হয়। বহুল প্রচলিত মতে, ভারতবর্ষে মুসলিম শাসনামলে তের’শ থেকে চৌদ্দ’শ শতাব্দীতে ওস্তাদ আমীর খসরু মৃদঙ্গকে দুই ভাগ করে তবলা উদ্ভাবন করেন। সংগীত পরিবেশনে তাল বা সময়-সামঞ্জস্য ও মাত্রা রক্ষাই এর উদ্দেশ্য।