কোর্স ওভারভিউ
বাংলা লোকসংস্কৃতির অন্যতম জনপ্রিয় এবং সমৃদ্ধ শাখা হলো লোকসংগীত।লোকসংগীত এককথায় লোকের গীত বা সংগীত; যা একটি মাত্র ভাব অবলম্বন করে লোক সমাজে মৌখিকভাবে প্রচলিত এবং প্রচারিত গীত। লোকসংগীতে যুগেযুগে যুক্ত হয়েছে বাউল,মুর্শিদি,ভাওয়াইয়া,ভাটিয়ালি,ধামাইল ও নানা আঙ্গিকের গান।