শিশু বয়সই ভাষা শিক্ষার উপযুক্ত সময়। এ বয়সের শিক্ষা সারাজীবনের বুনিয়াদ প্রস্তুত করে। যার কারণে শিশু বয়সেই মাতৃভাষার বর্ণ, ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদির উৎপত্তি, উচ্চারণ, নির্মাণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হয়। নতুবা ভাষা শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। এ বিবেচনা থেকে চালু করা হয়েছে শিশুদের ভাষাশিক্ষা কার্যক্রম। শিশুদের বাংলা ভাষা শিক্ষা কার্যক্রম বাঙালি বংশোদ্ভূত শিশু ও বিদেশি শিশু – সকলের জন্যই উপযোগী।