পৃথিবীর বিজ্ঞানসম্মত ও শ্রুতিমধুর ভাষাগুলোর মধ্যে অন্যতম হলো বাংলা ভাষা। মৌলিক স্বরধ্বনি, যুগ্ম স্বরধ্বনি , ব্যঞ্জন ধ্বনি, স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ ইত্যাদিতে বিভক্ত এ ভাষার আছে প্রমিত লৈখিক ও বাচিক রুপ। তাই সেসব জানতে এবং শুদ্ধভাবে বাংলা ভাষা বলতে ও লিখতে যে কোনো বয়সের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন এ কোর্সে।