বাদ্যযন্ত্র দ্বারা পরিবেশিত সংগীতই যন্ত্রসংগীত। যন্ত্রসংগীতের মাধ্যমে শুদ্ধ সংগীত চর্চা বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। NRB PBO স্কুল অব আর্টস-এর যন্ত্রসংগীতে থাকছে তবলা, বাঁশি, সেতার ও বেহালা শিক্ষার কোর্স।