সভ্যতার শুরু থেকে মানুষ তার সহজাত প্রতিভা বিকাশের জন্য সৃজনশীলতার চর্চা করে আসছে।ধারাবাহিক চর্চা ও সাধনার মধ্য দিয়ে সৃজনশীলতা পরিশীলিত হয়।একক ব্যক্তির সাধনার অসম্পূর্নতা দূর করতে বিশেষায়িত প্রাতিষ্ঠানিক শিক্ষা সারাবিশ্বেই এখন অপরিহার্য হয়ে উঠেছে।

অভিবাসী বাঙালির হাত ধরে বাংলা সংস্কৃতি ও মননশীলতার চর্চা ছড়িয়ে গেছে বিশ্বের নানা দেশে,নানা প্রান্তে।আবাসী ও অনাবাসী বাঙালির নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি,ভাষা ও কৃষ্টির চর্চায় সম্পৃক্ত করতে আমরা প্রতিষ্ঠা করেছি NRB PBO স্কুল অব আর্টস।

শিল্প ও সংস্কৃতি চর্চার সৃজনশীল বিদ্যায়তন NRB PBO স্কুল অব আর্টস এ যুক্ত হয়ে বিশ্বের যে কোন প্রান্তের প্রশিক্ষনার্থীরা তার সুবিধাজনক সময়ে এক বা একাধিক বিষয়ে প্রাজ্ঞ প্রশিক্ষক বাছাই করে প্রশিক্ষন গ্রহন করতে পারবেন।

প্রশিক্ষনার্থীর প্রতিভা বিকাশে তার সৃজনশীল প্রজ্ঞাকে সযত্নে লালন ও সাধনার উৎকর্ষে পৌঁছে দিতে NRB PBO স্কুল অব আর্টস অঙ্গীকারবদ্ধ।