মানুষ কখনোই প্রতিভাহীন নয়। তার প্রতিভা বিচিত্র। সেই সুপ্ত বিচিত্র প্রতিভাকে উদ্দীপ্ত করে তোলা সম্ভব- যদি তাকে প্রযত্ন অনুশীলনে শাণিত করা যায়। এ মহৎ কাজটি করার দায়িত্ব গ্রহণ করেছে NRB PBO স্কুল অব আর্টস। আমাদের প্রতিষ্ঠান শিল্পকলায় নিবেদিত এবং মানুষের সুকুমার বৃত্তিচর্চায় প্রশিক্ষক ও অনুষদ সদস্যগণ স্ব স্ব ক্ষেত্রে প্রতিভাবান, প্রতিষ্ঠিত ও সাধনাসিদ্ধ। তাঁরা তাঁদের সামর্থের সবটুকু উজাড় করে প্রশিক্ষণার্থীদের কে গড়ে তুলবে– এ আমাদের নিশ্চিত প্রত্যয়।
আমাদের অঙ্গীকার শিল্প সাধনায় বাঙালিকে এগিয়ে নিয়ে যাওয়া।
আমাদের সংকল্প ও স্বপ্ন-শিল্পের উৎকর্ষতা।
দিলারা এ খান রুপা
© 2022 nrbpboschool. All Rights Reserved.