প্রত্ন শিল্পকলার একটি নৃত্যকলা। দৃষ্টিনন্দন এই নৃত্যকলা সেই প্রাচীন কাল থেকেই জনসমাজে বিপুল সমাদৃত। এই জননন্দিত নৃত্যকলা অব্যাহত অনুশীলনে এবং প্রাজ্ঞ শিক্ষকের প্রত্যক্ষ নির্দেশনায় শিক্ষার্থীরা আয়ত্ত্ব করে থাকে NRB PBO স্কুল অব আর্টস নৃত্যকলার শিল্পী নির্মাণে রয়েছে অসামান্য অবদান।