মানবজীবনের অন্যতম অপরিহার্য আনন্দ অনুষঙ্গ সংগীত। শিল্পী ও শ্রোতা জন্যই এ কথা প্রযোজ্য। যে কোনো বয়সের মানুষই এই সংগীত সঙ্গী হতে পারেন। রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীত – যে কোনো ধারাই হতে পারে আপনার শীলন-সাধন ক্ষেত্র।