ভরতনাট্যম হল ভক্তিমূলক এবং আধ্যাত্মিক নৃত্যশৈলী, যা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি ধারা। প্রায় ২০০০ বছর আগে ভারতের তামিলনাড়ুতে এর উত্পত্তি হয়েছিল বলে ধারণা করা হয়। ভরতনাট্যম নৃত্যকলাটি জটিল রূপ এবং অভিব্যক্তির জন্য পরিচিত। NRB PBO স্কুল অব আর্টস অভিজ্ঞ প্রশিক্ষকের দ্বারা ভরতনাট্যম নৃত্যের বিষয়সমূহ শেখানোর প্রয়াস নিয়েছে।