কোর্স ওভারভিউ
লোকনৃত্য জীবনঘনিষ্ঠ নৃত্য; যা বিশেষ কোনো জনগোষ্ঠীর, অঞ্চল ও জাতিতাত্ত্বিক সংস্কৃতির ওপর ভিত্তি করে উদ্ভূত ও বিকশিত। বাংলাদেশে সুদূর অতীত থেকে নৌকা বাওয়া, মাছ ধরা, ফসল কাটা, বিবাহ ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে লোকনৃত্যের চর্চা হয়ে আসছে।
অন্যদিকে, শাস্ত্রীয় ও লোকধারার নৃত্যের বাইরে, বিভিন্ন আঙ্গিকের নৃত্যরীতিকে ভেঙে তৈরি নৃত্যশৈলী হচ্ছে সৃজনশীল নৃত্য।এই নৃত্যের প্রথম রূপকার স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। NRB PBO স্কুল অব আর্টস-এর লোক-সৃজনশীল কোর্সে লোকনৃত্য ও সৃজনশীল নৃত্য উভয় নৃত্যকলার উপর প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।