কোর্স ওভারভিউ
উচ্চাঙ্গসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলির মধ্যে সেতার বিশেষ স্থান অধিকার করে আছে। সংগীতগুরু ওস্তাদ আমির খসরু এর উদ্ভাবক। সেতার ত্রিতন্ত্রী বীণার উন্নত সংস্করণ। পারস্য ভাষায় ‘সে’ মানে ‘তিন’; তিনটি তারের সমন্বয়ে তৈরি বলে আমির খসরু এর নামকরণ করেন সেতার। প্রাচীনকালে সেতার তিনটি তার সহযোগে বাজানো হতো। তবে বর্তমানে সেতারে তিনটির পরিবর্তে আঠারোটি পর্যন্ত তার ব্যবহার করা হয়।